জুলাই/2013 মাসের সিদ্ধান্ত সমূহঃ-
ইউনিয়ন পরিষদ সম্পর্কিত সভা
অদ্যকার সভায় সম্মানীত সভাপতি মহোদয়, উপস্থিত সকল সদস্য/সদস্যাদের অবগতির জন্য বলেন যে অত্র ইউনিয়নের ২০১২-২০১৩ অর্থ বছরের দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা ভোগী ১ জনের নাম পরিপত্রের শর্ত মোতাবেক প্রেরন করা প্রয়োজন উক্ত পরিপত্রের প্রেক্ষিতে বিনোতা রানী স্বামী যতীশ চন্দ্র রায় গ্রাম- মধ্যশিকারপুর ডাকঘর- শালডাঙ্গা, উপজেলা- দেবীগঞ্জ,জেলা- পঞ্চগড়।
এর নাম ইউপি সদস্য মোঃ কালীম উদ্দীন প্রস্তাব করিলে তাহা উপস্থিত সকল সদস্য/সদস্যাগন যাচাই বাছাই করে উক্ত নাম সঠিক ও যথাযথ ভাবে সব সম্মতি ক্রমে গৃহীত হয়।
অদ্যকার সভায় বিবিধ বিষযে আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্য/সদস্যাগনকে ধন্যাবাদ জানিয়ে সভার কায্য সমাপ্ত করে দেন।
কৃষি কমিটি সভার মন্তব্য
সভায় সভাপতি সকল ইউপি সদস্য উদ্দেশে অবগতি করান যে সাম আমাদের আমন ধানের আবাদ লাগানো সময় হয়েছে। সে দিকে আমাদের লক্ষ করতে হবে। কারন আমন ধান আমাদেরর বড় সম্পদ আলোচনায় মোঃ জামাল উদ্দীন ইউপি সদস্য বলেন যে B,A,S কর্তৃক পরীক্ষা নিয়ে যদি আমন আবাদ করা হয় । আমার মনে হয় তহলে বাম্পার ফলন পাব এবং সকল ইউপি সদস্যরা একমত পোষন করেন।
সভায় আর কোন আলোচনা নাথাকায় সভাপতি মহেদয় সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার কায্য সমাপ্ত করেন।
যৌতুক নিরোদ কমিটি
সভায় সভাপতি সাহেব অবগতি করান যে গত মাসের নেও এমাসে বাল্য বিবাহ ও যৌতুক দেওয়া বা নেওয়া ঘটনা শুনা জায় নাই। ৩নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ আনিছুর রহমান বলেন যে আমাদের কে আরো সজাগ থাকতে হবে। কারন সামনে হিন্দু সম্প্রদায় বিবাহের দিন পরিয়াছে প্রশ্নে উত্তরে ১নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন বলেন যে নিজ নিজ এলাকায় প্রতি নজর দিলে এধরনের ঘটনা হবে না বলে আমি মনে করি। সভায় এক সাথে মিলে মিশে কাজ করবে বলে সকল সদস্যরা অঙ্গীকার করেন।
সভায় আর কোন আলোচনা না থাকায় সভায় সভাপতি সকাল সদস্যগনকে ধন্যবাদ জানিয়ে কায্য সমাপ্ত করেন।
আইন শৃঙ্খলা
সভায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্য/সদস্যাগনকে পযাব ক্রমে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উপর আলোক পাতকরার আহব্বন জানানে উপস্থিত সকল সদস্য/সদস্যাগন নিজ এলাকার চুরি, ডাকাতি, রাহজানি।
মত কোন ঘটনা নাই ইউনিযনের প্রতি ওয়ার্ডে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তি শৃঙ্খলা যে কোন মূল্যে বজায় রাখা ও সকলকে সজাগ থাকার আহবান জানার ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস